বুধবার, ২ নভেম্বর, ২০১৬

নান্টু মন্টুর পর্ব ১

"নান্টু মন্টুর গল্প পর্ব(১)
------------------------------
একটি গ্রামে দুই ভাই থাকতো
দুই ভাই খুবি ভালো,সব সময়
দুই ভাই সঙ্গীর মত পাশে থাকতো,
কিন্তু মাতায় ঘিলু বলে কিচ্ছু
নেই একদিন নান্টু মন্টুর
মা বললেন..?

মাঃ~ দেখতে দেখতে তরা অনেক
বড় হয়ে গেছিস এবার আমার কাজ শেষ এবার আমি চলে যাবো বাবা..

নান্টুঃ~ মা তুমি কই যাবে..!

মন্টুও বললো

মন্টুঃ~ মা আমাকেও নিয়ে যাবে কিন্তু..

মা কেঁদে কেঁদে বললো

মাঃ~ দূর পাগল এই যাওয়া সেই
যাওয়া নয়রে,
এই যাওয়া মানে কবরে চলে যাওয়া...

নান্টুঃ~ মা আমাদেরকে একা রেখে চলে যেও না মা,
আমরা রাতে খুব ভয় পাই মা..

এবার মন্টু বললো

মন্টুঃ~ মা আমিও যেতে চাই
তুমার সাথে কবরে,
শুনেছি সেখানে গেলে খেতে
ঘুমাতে লাগে না,
আহ কত শান্তি মা আমি যাবো,
আমি যাবো...!

{সবাইকে ধন্যবাদ বাকি অংশ
পরের পর্বে..}

লেখল মুন্না...

নান্টু মন্টুর গল্প পর্ব ২

"নান্টু মন্টুর গল্প পর্ব(২)
----------------------------
এরপর মা বললেন..!

মাঃ~ তোরা চাইলেও যেতে
পাড়বি না বাবা
সবারি কবরে সবাইকেই যেতে
হবে কাউকে সঙ্গে নিতে
পাড়বো না তোরা ভালো
থাকিস,
যা করবি ভেবে করবি

এরপর মা মারা গেলেন
এদিকে নান্টু মন্টুও খুব
একা হয়ে পড়লো,
নান্টু হচ্ছে বড় ভাই
আর মন্টু হচ্ছে ছোটো ভাই...

একদিন নান্টু আর মন্টু
মায়ের কবরের কাছে গিয়ে
কাঁদতে কাঁদতে বললো..

নান্টুঃ~ এই মা
কোথায় চলে গেলে
তুমি জানো না আমরা
রান্না করতে পাড়ি না
দুইদিন ধরে চিড়া মুড়ি খেয়ে
যাচ্ছি...!

এবার মন্টু বললো

মন্টুঃ~ মা তুমি না আসলে আমি
চলে আসছি,
এভাবে তুমাকে ছেড়ে আমি
থাকতে পাড়বো না...

এরপর নান্টু, মন্টুকে বুঝিয়ে
নিয়ে আসলো

রাতে নান্টু মন্টুর স্বপ্নে মা আসে
মা বললেন..

মাঃ~ শুনো নান্টু আর মন্টু
তুমরা এখন যথেষ্ট বড় হয়ে
গেছো,
এই সময়ে নিজের মাতাকে
কাজে লাগিয়ে বাছতে শিখো
আমাকে তো যেতেই হতো আমি
তো আর ইচ্ছে করে যাই নি...

এরপর নান্টু আর মন্টু ঘুম থেকে
মা,মা, বলে চিৎকার করে উঠে..

মন্টু নান্টুকে বলে..?

মন্টুঃ~ বড় ভাই স্বপ্নে মাকে দেখলাম...

নান্টুঃ~ হুম আমিও দেখেছি..

মন্টুঃ~ বড় ভাই আমি কিন্তু
মায়ের কথা মতে চলার চেষ্টা করবো ...

নান্টুঃ~ আমিও..

এরপর সকালে নান্টু
মায়ের কথা মত বহু কষ্টে
খাবার বানালো..

নান্টু মন্টুকে ঘুম থেকে তুললো

নান্টুঃ~ উঠ ভাই
মা চলে গেছে তো কি
হয়েছে তোর ভাই এখনো
জীবিত আছে,
নে হা কর...

নান্টু মন্টুকে মায়ের মত করে
খাওয়ালো
মন্টু বললো

মন্টুঃ~ বড় ভাই একদম
মায়ের মত করে খাওয়াচ্ছো..

নান্টুঃ~ অরে আমার দুষ্টু ভাই
এতো কথা না বলে
খাও তাড়াতাড়ি...

মন্টুঃ~টিক আছে বড় ভাই খাচ্ছি..

এরকম করে প্রায় নান্টু
মায়ের মত করে ঘড়ের সব
কাজ করে,
কিন্তু টাকা ছাড়া তো কিছুই
হবে না তাই

নান্টু ভালো একটা কাজ
যোগাড় করে
আর মন্টু  মাঠে বন্ধুদের সাথে
খেলাধুলা করে..

দুই ভাই এর মিল দেখে
পুরো গ্রামবাসী অবাক হয়ে যায়

একদিন দুই ভাইকে নিয়ে যারা
মজা করতো,
আজ তাড়াই অদের
কাছে এসে পাশে ধারায়..

নান্টু মন্টু মায়ের কথামত

সব কাজ করে 

একদিন রাতে নান্টু মন্টুর মা
আবারো স্বপ্নে বললেন..

মাঃ~ এইতো আমার ভালো
ছেলেরা মায়ের কথা শুনছে,
দুজনে শুনো মায়ের কথা
বিছানার তোলে দেখো
একটা সিন্ধুক রাখা আছে
এতে কিছু টাকা আছে
এই টাকা দিয়ে ভালো
কিছু করো...!!

নান্টু মন্টু আবারো জেগেছে

মায়ের কথা মত বিছানার তোলে
হাত দিয়ে সিন্ধুক টা পেয়ে গেলো

এরপর সিন্ধুক খুলে সত্যি
টাকা পেলো

পরে মায়ের কথা মত একটা
ভালো কাজ করতে লাগলো..

~~বাকিটা পরের পর্বে..!
সবাইকে ধন্যবাদ?

লেখক মুন্না