বুধবার, ২ নভেম্বর, ২০১৬

নান্টু মন্টুর পর্ব ১

"নান্টু মন্টুর গল্প পর্ব(১)
------------------------------
একটি গ্রামে দুই ভাই থাকতো
দুই ভাই খুবি ভালো,সব সময়
দুই ভাই সঙ্গীর মত পাশে থাকতো,
কিন্তু মাতায় ঘিলু বলে কিচ্ছু
নেই একদিন নান্টু মন্টুর
মা বললেন..?

মাঃ~ দেখতে দেখতে তরা অনেক
বড় হয়ে গেছিস এবার আমার কাজ শেষ এবার আমি চলে যাবো বাবা..

নান্টুঃ~ মা তুমি কই যাবে..!

মন্টুও বললো

মন্টুঃ~ মা আমাকেও নিয়ে যাবে কিন্তু..

মা কেঁদে কেঁদে বললো

মাঃ~ দূর পাগল এই যাওয়া সেই
যাওয়া নয়রে,
এই যাওয়া মানে কবরে চলে যাওয়া...

নান্টুঃ~ মা আমাদেরকে একা রেখে চলে যেও না মা,
আমরা রাতে খুব ভয় পাই মা..

এবার মন্টু বললো

মন্টুঃ~ মা আমিও যেতে চাই
তুমার সাথে কবরে,
শুনেছি সেখানে গেলে খেতে
ঘুমাতে লাগে না,
আহ কত শান্তি মা আমি যাবো,
আমি যাবো...!

{সবাইকে ধন্যবাদ বাকি অংশ
পরের পর্বে..}

লেখল মুন্না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন