শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

ভালোবাসার গল্প লেখক মুন্না

"ভালোবাসার গল্প"
------Love-Story------
একদিন একটা মেয়ে নিজের
সময় কাটানো জন্য একটা ছেলের সাথে টাইমপাস করেছে প্রায় ৩ বছর ধরে,
.
.
একদিন...
মেয়েঃ~ আমি আর তুমার সাথে
এভাবে কথা বলতে পারবো না
আমাকে তুমি ফোন করো না,,,!
ছেলেঃ~ কেনো কি হয়েছে
আমার কোনো কথায় তুমি কি রাগ করেছো,,,
মেয়েঃ~ না এমনিতেই বলছি
তুমি আর আমাকে দয়া করে ফোন-
দিও না আমার সমস্যা হয়,,,!
ছেলেঃ~ এমন কি সমস্যা হয় তুমার আমার সাথে কথা বলতে,
মেয়েঃ- জানি না,?
ছেলেঃ~ কি জানোনা বলো তুমি এভাবে বলতেছো কেনো তুমি কি আমাকে আর ভালোবাসো না,
মেয়েঃ~ না আমি তুমাকে ভালোবাসি না সামনে আমার বিয়ে তাই দয়া করে আমাকে ফোন করে বিরক্ত করো না,
ছেলেঃ~ তাহলে আমাদের এতো দিনের সম্পর্ক কি মিত্যা হয়ে যাবে,
মেয়েঃ~ আমি তুমার সাথে এতোদিন টাইমপাস করেছি,
ছেলেঃ~ এসব কথা বলছো কেনো তুমি না ভালোবাসলে আমি তো তুমাকে ভালোবাসি আর আমার বিশ্বাস একদিন তুমি তা ভুজতে পারবে,
মেয়েঃ~ উফ বাবা? এতো কথা ভুজি না তুমি তুমার পথে আর আমি আমর পথে বিদায়,,,
এরপর মেয়েটির বিয়ে হয়েগেলো
বিয়ের ৬মাস পর...! 
মেয়েটি ছেলেকে একটা
ফোন করলো,,,,!
ছেলেঃ~ হুম বলেন কে আপনি?
মেয়েঃ~ আমাকে এতো তারাতাড়ি ভুলে গেলে,,,
ছেলেঃ~ অহ তুমি কেমন আছো
আর তুমার স্বামী কেমন আছে,,!
মেয়েঃ~ আমাকে কি তুমি ক্ষমা করেছো,,,
ছেলেঃ~ হে তুমাকে আমি ক্ষমা করে দিছি,,,!
মেয়েঃ~ আমার কথা কি মনে পড়ে তুমার,,
ছেলেঃ~ হে মনে পরবে না কেনো তুমি আমার এক ভালো বন্ধু ছিলে,,,!
মেয়েঃ~ শুধুই কি ভালো বন্ধু ছিলাম আর কিছু না,,
ছেলেঃ~ আর কি ছিলে মনে পড়তেছে নাতো,
মেয়েঃ~ যাও তুমার সাথে আর কথা বলবো না রাখি,,,
ছেলেঃ~ আরে মজা করছিলাম,
মেয়েঃ~ আমরা কি দেখা করতে পাড়ি,,,!
ছেলেঃ~ হে পাড়ো কোথায় আসবে?
মেয়েঃ~ আমরা আগে যে জায়গায় বেশির ভাগ সময় কাটাতাম সেই জায়গা,,,
ছেলেঃ~ টিক আছে ম্যাডাম কালকেই দেখা হয়ে যাক,,
মেয়েঃ~অকে,,,!
এরপর দুজনে দুজনার
চেহারা দেখে বললো,,,!
মেয়েঃ~ এই তুমি কি টিক মত খাওয়া দাওয়া করো না,,,
ছেলেঃ~ তুমি আগের থেকে এতো শুকিয়ে গেলে কেনো
কি চিন্তা করো,,,!
মেয়েঃ~ আরে না কিছুই চিন্তা করি না তুমার খবর কি,,!
ছেলেঃ~ এইতো তুমাকে দেখে
আমার খুবি ভালো লাগতেছে!
মেয়েঃ~ তুমি কি বিয়ে টিয়ে করেছো,,,!
ছেলেঃ~ হ্যা,,,!
মেয়েঃ~ সত্যি!
ছেলেঃ~ হুম সত্যি!
এরপর দুজন দুজনার পথে চলে গেলেন
কিছুদিন পর একটা চিঠি,,,,
মেয়েঃ~ কেমন আছো
আমাকে তুমি কি সত্যি মাফ করেছো!
আমি জানি আমার এই ভুলের কোনো ক্ষমা নাই
তারপরেও বলছি পারলে আমাকে ক্ষমা করে দিও
সময় মত বলতে পারি নি তুমায়
এটাই আমার সব থেকে বড়
ভুল আসলে আমি
ভুজতে পারি নি কোনটা সত্যি কোনটা মিত্যা ছিলো,,,
কিন্তু আমি তুমাকে বলতেছি
তুমাকে ধুকা দিয়ে আমার জীবনে সব চেয়ে বড় পাপ
হয়েছিলো তাই এই পাপের জন্য আমার জীবন নষ্ট হয়ে
গেলো বিয়ের ৪ মাস পর স্বামী মারা গেলো একা পথে শুধু আমি
রয়ে আছি তাই আমি
একটা ডিসিশন নিয়েছি
নিজেকে শেষ করে দিবো
তাই মরার আগে তুমাকে
সেদিন দেখেছিলাম
ভালো থেকো সব সময়
ভালোর পথে থেকো
আর আমাকে পারলে ক্ষমা করে দিও!
সত্যিই তুমি বলেছিলে
তুমার ভালোবাসা টা সত্য ছিলো
তাই আমার এই অবস্তা
চলে যাচ্ছি তুমাকে ছেড়ে এক অন্য কোনো পৃথিবীতে By,,,!
:-) :-( :'-(

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন