শেষতম পর্ব- প্রদীপের রাজা পর্ব(৪)
----------------------------
প্রদিপের রাজা রাজ্যা
ফিরে যা দেখলো...!
পুরো গ্রাম টাই সয়তান টা বদলে
ফেলেছে
গ্রামের সকল প্রজাদের সয়তান গোলাম বানিয়ে রেখেছে
এদিকে
প্রদীপের মা'কে দেখতে পেলেন
প্রদীপের মা সয়তান টির জন্য
একটি বিশাল বড় রান্নার আয়োজন করেছে
জুদিও সয়তান টা রাক্ষসের মত
বিশাল ছিলো তাই
খাদ্য ও বিশাল বড় পাতিলে
করে রান্না করতে হতো,
হঠাৎ প্রদীপের মায়ের
হাতে আগুনের ঘোলা
ছিটে পড়ে
প্রদীপের মায়ের চোখ হইতে
পানি বাহির হয়ে আসলো
এই সময় প্রদীপের রাজা
মায়ের কাছে গিয়ে ধারিয়ে
রইলেন
মায়ের হাত দুটি দেখে
মায়ের হাতে চুমু খেয়ে
বললেন!
রাজাঃ~ মা জননী...
মাঃ~ কে বাবা কে আমাকে মা
মা বলিয়াছো
কে তুমি কি তোমার পরিচয়?
রাজাঃ~ মা আমি আপনার সন্তান প্রদীপ যাকে
সয়তান রাজ্য ছাড়া করিয়াছিলো
মাঃ~ অহ,,! প্রদীপ কতদিন তোকে দেখি না বাবা
আয় আমার বুকে আয় বাবা..!
মা এতদিন পড় প্রদীপকে
পেয়ে খুবি কান্নাকাটি করতেছিলো
আর সেই সময়
প্রদীপের রাজা মায়ের চোখেরজল
মুছে বললো..
রাজাঃ~ মা বহুবার তুমি কাদিয়াছো
আর কাদিয়া সময় নষ্ট না করিয়া
কোনো ল্যাব নেই তাই
সময় হয়েছে অন্যায়ের প্রতি প্রতিবাদ করা..
মা বললেন?
মাঃ~ তুমি সয়তানের সাথে কিছুতেই লড়িতে পারিবে না
কারণ সে একটা রাক্ষস আর
তাহার কাছে রহিয়াছে অদৃশ্য শক্তিবল..!
রাজাঃ~ আমি লড়তে একা
এসেছি মা কিন্তু শক্তি ছাড়া
নয়,
আমার কাছে অদৃশ্য শক্তির
প্রদীপ রহিয়াছে
এই শক্তির জন্য আমাকে অনেকদিন অপেক্ষা করিতে
হইয়াছে
এর পর প্রদীপের রাজা ওই
সয়তান রাক্ষসকে
প্রদীপের অদৃশ্য শক্তিতে পরাজিত করে রাজ্য থেকে
বের করে দেই...!
রাজ্যা আবারো সূখ শান্তি
রাজা ও প্রজার জীবনে চলে আসে আর সেই থেকে শুরু হয়
প্রদীপের রাজার রাজত্ব
||শেষ পর্ব...!
এই ছিলো প্রদীপের রাজার গল্প
সবাইকে ধন্যবাদ?
লেখক মুন্না
please likes this my pages
www.facebook.com/blogger.munnax
রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬
শেষতম পর্ব- প্রদিপের রাজা পর্ব(৪)
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন