রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

প্রদীপের রাজা পর্ব (৩)

প্রদীপের রাজা পর্ব(৩)
-------গল্পের তিন অংশ---------
এরপর বৃদ্ধ লোকটি  প্রদীপের
রাজাকে  বললো

বৃদ্ধঃ~ অনেক বেলা হইয়া গিয়াছে
তোমার নিশ্চয় ক্ষুধা পাইয়াছে

প্রদীপের রাজা কখনোই কারো
কাছে দয়া প্রার্থী  হতে  চাননি,
কিন্তু এই ছোটো বয়সে
প্রদীপের রাজা  জুদি কারো
দয়া গ্রহণ না করেন
তাহলে আগামীতে প্রদীপের রাজা
কখনোই সেই সয়তানের সাথে মোকাবেলা
করতে পাড়বেন না..
তাই বিপদে পড়ে বৃদ্ধের আশ্রয়গ্রহণ  করেন..?

বৃদ্ধ লোকটি  প্রদীপের রাজাকে
জিজ্ঞাস করলেন

বৃদ্ধঃ~ তোমার কি ক্ষুধা পাইয়াছে
জুদি তাহা সত্যি হয় তাহলে আমি খুব কষ্ট পাইবো

এরপর বৃদ্ধ লোকটি
প্রদীপ টা নিয়ে আসলো

বৃদ্ধ লোকটি প্রদীপের রাজাকে
বললো,,!

বৃদ্ধঃ~ তুমি কি আমার হাতে
কিছু দেখিতে পারিতেছ

রাজাঃ~ হে একটা প্রদীপ
দেখিতে পারিতেছি

বৃদ্ধঃ~ এই প্রদীপ কোনো
সাধারণ প্রদীপ নয়
এই প্রদীপ  অদৃশ্য  শক্তি আর
এই প্রদীপের উপযুক্ত সেই ব্যাক্তি
যাহার বিতর রহিয়াছে!
ন্যায়, সুবিচার, মানুষের
প্রতি ভালোবাসা
আর অন্যায়ের প্রতিবাদ করা

এই প্রদীপ শুধু তাহারি উপযুক্ত
হইতে পাড়ে 

এরপর প্রদীপের রাজা
বৃদ্ধ লোককে  বললো

রাজাঃ~ দয়া করিয়া জুদি
তাহা আমায় দান করিতেন
তাহলে আমাদের রাজ্য
পুরপুরি সয়তানের
কবল হইতে মুক্তি ল্যাব করিত?

বৃদ্ধঃ~ হুম টিক
বলেছো এই ছোটো বয়সে তোমার বিতর প্রজাদের প্রতি ভালোবাসা
দেখিতে পাড়িয়া এটা 
ভালো ভাবেই পরিস্কার হইয়া গিয়াছে এক মাত্র তুমিই
প্রদীপের উপযুক্ত? 

রাজাঃ~ আমাকে কি করিতে হইবো?

বৃদ্ধঃ~ তুমি
এখোন খুব ছোটো 
আছো তাই   এই প্রদীপ টি তোমার উপযুক্ত এখন না
এটা সেই সময় উপযুক্ত হবে যখন তুমি বড় হইয়া যাইবে ?
তাহার আগে এই প্রদীপ টি
তোমাকে দেওয়া যাইবে না

এর পর প্রদীপের রাজা ও
বৃদ্ধ লোকটি

একসাথে এক গাছের তোলায়
নতুন করে সাজিয়ে তুললো
প্রদীপের রাজার জীবন
আস্তে আস্তে বড় হইতে লাগলো
আর বৃদ্ধ লোকটি 
বৃদ্ধের সব অদৃশ্য  শক্তি
প্রদীপের রাজাকে শিখিয়ে তুললো

দেখতে দেখতে এক সময়
প্রদীপের রাজা বড় হয়ে যায়
আর বৃদ্ধ লোককের সময় ও
ফুরিয়ে আসে

এখন সময় এসেছে সয়তানের
প্রতি মোকাবেলার

বৃদ্ধ লোকটি প্রদীপের রাজাকে
বললো!

বৃদ্ধঃ~ এখন সময় হইয়াছে তোমার
রাজ্য ফিরে পাওয়ার  তুমি
এখন উপযুক্ত যবক
হইয়াছো 

তুমার হাতে আজ আমি
অদৃশ্য শক্তির  প্রদীপ তুলে দিবো

এরপর বৃদ্ধ লোকটি মারা যায়

আর পড়ে প্রদীপের রাজা
রাজ্যের উদ্দেশ্যা চলে গেলেন...||বাকি অংশ পরের পর্বে দেখবেন?

ধন্যবাদ সবাইকে?
লেখক মুন্না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন