"গল্পের নাম - বন্ধুত্ব
-------------------------
একটি ছোটো গ্রামে
২ বন্ধু একসাথে খেলাধুলা
করতো?
বন্ধুত্বের জীবন যেভাবে
সব সময় হাশি খুশি
দুষ্টুমি থাকতো, টিক একিরকম
দুই বন্ধু সকালে ঝগড়া করতো সন্ধায় দুজন আবার
মিলে যেতো!
কোনো একদিন দুই বন্ধর জীবনে
নেমে আসলো কালবৈশাখির ঝর
গ্রামে নতুন একটা ছেলে আসলো
দুই বন্ধুর শক্তিশালী বাঁধনে
ফাটল ধরলো
খুব বড়সড় ঝগড়া দুজনে মধ্যে
হয়ে গেলো
প্রথম বন্ধুটি চলেগেলো গ্রাম ছেড়ে
দ্বিতীয় বন্ধু গ্রামে রয়েগেলো
প্রায় ৫ বছর পর....!
প্রথম বন্ধু আবার গ্রামে চলে আসলো
গ্রামের অবস্তা ভালোই আছে কিন্তু
ভালো নেই সেই পুরনো বন্ধুর জীবন ?
প্রথম বন্ধু চলে গেলো দ্বিতীয়
বন্ধুর বাসায়
ঘড়ে প্রবেশ করেই দেখতে পায়
দ্বিতীয় বন্ধুর অবস্তা
সেই আগেকার হাশি খুশির বন্ধুর
এই কি অবস্তা
শুখিয়ে কাঠ হয়েগেছে
প্রথম বন্ধ দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো?
প্রথম বন্ধুঃ~ কিরে তোর এ কি অবস্তা!
না খেয়ে খেয়ে কাঠ হয়েগেলি কেনো
দ্বিতীয় বন্ধুঃ~ কে? অহ তুই
কেমন আছিস এতোদিনে মনে পড়লো!
প্রথম বন্ধঃ~ Sorry দোস্ত
ভুল হয়ে গেছে, তোর এই অবস্তা কেনো!
দ্বিতীয় বন্ধুঃ~ জানিস আমি আর বাছবো না!
প্রথম বন্ধুঃ~ মানে কি? যাতা বখছিস কি হয়েছে খুলে বল!
দ্বিতীয় বন্ধুঃ~ তুই চলে যাওয়ার
পর আমি খুব একা হয়ে যাই
সময় কাটানোর জন্য
আমাদের গ্রামের নতুন
ছেলের সাথে বন্ধুত্ব করি"
কিছুদিন পর জানতে পাড়ি ছেলেটা ভালো না
কি খারাপ খারাপ জিনিশ খায়
অর সাথে মিশে আমার জীবনো
নষ্ট হয়েগেছে ডাক্তার বলেছে এসব না ছাড়লে পরে মরণদশা হতে পাড়ে কিন্তু আমি কিছুতেই
এই পথ থেকে ফিরে আসতে পাড়ি না।
প্রথম বন্ধুঃ~ শুন আমি তোর
বন্ধু আর আমি তোর সব সময়
পাশে আছি তুই এসোব ছেড়ে দে?
আর নতুন করে জীবকে
সাজিয়ে তুল শুরু করি আমাদের
সেই দিন যেদিন টা সুখে হাশি খুশিতে ভরপুর থাকতো!
এরপর সত্যিকারের বন্ধুকে পেয়ে দ্বিতীয় বন্ধু খারাপ পথ থেকে চিরবিদায় নিয়ে চলে আসলো এক নতুন দুনিয়ায় যে দুনিয়ায়
নেই কোনো খারাপ কাজ
নেই কোনো পাপ
আছে শুধু ভালোবাসা
আর বন্ধুর প্রতি আস্তা?
~~~ভালোর সাথে মিশলে
ভালো হওয়া যায়,
আর খারাপের সাথে মিশলে
খারাপের চাইতে খারাপ হওয়া যায়,,!
ধন্যবাদ সবাইকে লেখক মুন্না
please likes this pages
www.facebook.com/blogger.munnax
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন