"ভালোবাসার গল্প"
তোমাকে ঘিরে আমার পথচলা
{Ibrahim kholil munna}
------------------------------------
অনেকদিন আগের কথা
একটি গ্রামে একটি ছেলে আর একটি মেয়ে তারা দুজন দুজনাকে
ভালোবেসে বিয়ে করে ফেলে
!
!
সব সময় ছেলেটি নিজের ছেয়ে বেশি ভালোবাসতো মেয়েটিকে
মেয়েটির একটা কিছু হলেই
ছেলেটি খুব দিশেহারা হয়ে পড়তো
হঠাৎ একদিন...
ছেলেটি ফিরার সময়
রাস্তায় একটা দুর্ঘটনাবশত
মারা যায়,
মেয়েটি খুব একা হয়ে পরে
কি করবে কিছু ভেবে পাচ্ছে না
এদিকে মা বাবারাও এসে মেয়ের
কান্নাকাটি দেখে নিয়ে চলে
গেলো
১বছর পর...!
বাবাঃ~ মা আর কতো মুখ গুমরা করে থাকবি
এবার আমাদের দিখেও
একটু নজর দাও
দেখো আমি আর তুমার মা
আজ আছি কাল নেই দু,দিন
পর তুমিও আবার একা হয়ে যাবে তখন কি হবে!
তাই আমি আর তুমার মা একটা ডিসিশন নিয়েছি,,,!
মেয়েঃ~ কি ডিসিশন নিছো,,,!
বাবাঃ~ অনেক তো কান্নাকাটি করেছিস এবার একটু হাসির মুখ
দেখো,,,!
মেয়েঃ~ তোমরা কি ভুজাতে চাচ্ছো আমি তো ভুজতে পারতেছি না,,,
মাঃ~ তুমার কিছু ভুজার দরকার নাই একবার তো নিজের
ইচ্ছে নিজের সর্বনাশ করছো
এবার আমরা তুমাকে অন্য ভালো জায়গায় বিয়ে দিতে চাই!
মেয়েঃ~ অসম্ভব আমার তো বিয়ে হয়ে গেছে,,,!
বাবাঃ~ শুনো এই সাপ্তহে
তুমার বিয়ে আশাকরি তুমার কোনো অমত থাকবে না।
বিয়ের আগের রাত মেয়েটি কি করবে ভুজতে পারতেছে না
কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে,,,
মাঝ রাতে ঘুমের মধ্যে
সেই ছেলেটি এসে বললো,,,,
ছেলেঃ~ কেমন আছো!
আমার জন্য নিজের জীবন
নষ্ট করে দিচ্ছো কেনো...!
শুনো আমিই বলছি তুমি বিয়ে
করে ফেলো
দেখো আমি চলে গেছি না ফেরার দেশে সেখান থেকে কেউই ফিরে আসতে পারেনা
আমার এই অকালমৃত্যুর জন্য
তুমি কেনো তুমার জীবন
শেষ করে ফেলছো
আর এভাবে আমাকে কষ্টে সাগরে ভাসিয়ে রেখেছো,,,
এবার তুমার ভুজার পালা
আমি চাই তুমি আবার নতুন করে নিজেকে আবিষ্কার করতে,,
এরপর মেয়েটি ঘুম থেকে উঠে
ছেয়েদেখে কেউ নেই সে বিছানায় শুয়ে আছে
এরপর মেয়েটি বাবা মার কথায় রাজি হয়ে বিয়ে করে নিলো
খুব ভালোই তাদের সংসার
চলতেছিলো ১মাস পর...
আবারো ঘুমের মধ্যে
সেই ছেলেটি আসলো
এসে বললো,,,!
ছেলেঃ~ এইতো নিজেকে কতো সুন্দর করে সাজিয়ে তুলেছো
হুম মানতেই হবে তুমিই একমাত্র
বুদ্ধিমতী
এবার চিরকালের জন্য তুমার এবং তোমাদের জীবন থেকে
চিরকালের জন্য বিদায় নিচ্ছি
ভালো থেকো
দোয়া রইলো তোমরা সূখি হোউ,,,!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন