"মায়ের শাসন বারণের গল্প"
মানব জীবনের কাহিনী?
:মুন্না:
------------------------
মা:- এতো রাত হয়েগেলো
এখনো তোর ঘুম আসেনি!
ছেলে:- না মা ঘুম আসবে তুমি যাওতো আমাকে একটু একা থাকতে দাও!
মা:- তোর কি হয়েছে বলতো
কাল থেকে দেখছি তুই কি একটা ভাবাভাবি করছিস কি হয়েছে খুলে বল,,,!
ছেলে:- ও কিছু না মা আমি এমনিতেই
এরকম করতেছি!
মা:- শুনো আমি তুমার মা আমি তুমার
সব আচার আচরণ খুব ভালো করে ভুজি, তুমি তো আগে এরকম ছিলে না
তোবে আজ কেনো এরকম তোমার সাথে ঘটতেছে!
ছেলে:- মা আমি এক ভুল করে ফেলেছি!
মা:- হুম বলো কি ভুল করেছো
ছেলে: মা তুমি তো জানো
আমি একটা মেয়েকে ভালোবাসতাম !
মা:- আমি তোর সব খবরি রাখি
কি হয়েছে সেটা বলো,,,!
ছেলে:- তার বিয়ে হয়ে গেছে,,,!
মা:- শুনো এটা হতে পারে কোনো একটা সামান্য বেপার এটা নিয়ে এতো মাতা গামিও না যে চলে গেছে তার সৃতি মুছে আবার নতুন করে জীবন সাজাও!
ছেলে:- মা জানো আমি ওর মাছে খুব কান্নাকাটি করে বলেছি কিছু একটা করতে সে আমাকে সেই সুযোগই দেয় নি!
মা:- যে তোমার জন্য একবারো ভাবেনি
অন্যকারো হাত ধরে চলে গেছে,
তার কথা তুমি আমার ছেলে হয়ে অন্তত আমাকে বলবে না নিজেকে শুধরে নাও না হলে তুমার অমঙ্গল হবে
আমি তা চাইনা
ছেলে:- টিক আছে মা আমি চেষ্টা করবো,,,!
মা:- Good boy! Good night!
মা তার সন্তাকে সব সময়ই ভালো চায়
এর জন্য মায়ের এতো শাসন বারণ!
I Love You ♥ Mom
সত্যি মা যার লাখো ভাগ্য তার
:-) :-) ♥
please like this pages
www.facebook.com/blogger.munnax
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন