সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

গল্পের নাম- মেঘলা আকাশ


`ভালোবাসার গল্প`
গল্পের নাম-  মেঘলা আকাশ
-----------------------------
একটি গ্রামে   আকাশ নামের
একটি ছেলে থাকতো
আকাশ নামের ছেলেটি খুবি
গরিব অসহায়
এর জন্য সবাই থাকে দিয়ে কাজ করাতো

কোনো একদিন সকালে প্রচুর বৃষ্টি
হচ্ছে আকাশ
নদীতে মাছ শিকার করছে

হঠাৎ  একটা মেয়ে বৃষ্টিতে
ভিজে আকাশে কাছে এসে
বললো!

মেয়েটির নাম মেঘলা

মেঘলাঃ~ এই ছেলে আমাকে
একটু তোমার ছাঁতা টা দিবে
বৃষ্টিতে ভিজে যাচ্ছি!

এই সময় আকাশ নিজে বৃষ্টিতে ভিজে
মেয়েটিকে ছাঁতা টা দিলো

প্রচুর বৃষ্টিতে  মেঘলা

বৃষ্টির পানিতে লাফালাফি
করে খেলতে লাগলো

কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলো

আর মেঘলা ছাঁতা টা দিয়ে
বললো

মেঘলাঃ~ ধন্যবাদ

আকাশঃ~ হুম!

মেঘলাঃ~আচ্ছা তুমি সব সময়
একা একা থাকো কেনো!

আকাশঃ~ আপনার জেনে কি লাভ!

নেঘলাঃ~ এভাবে বলতেছো
কেনো!

আকাশঃ~ বৃষ্টি কমেছে
তুমি এখন যেতে পাড়ো

মেঘলাঃ~ আচ্ছা টিক আছে আমি চলে যাবো, কিন্তু
আমার প্রশ্নের উত্তর দিতে হবে

আকাশঃ~ আমি একা থাকি কারণ  আমার একা থাকা ভালো লাগে!

মেঘলাঃ~ আচ্ছা তোমার নাম কি?

আকাশঃ~ আমার নাম আকাশ
এখন যাও বৃষ্টি আবার শুরু হবে
তার আগে চলে যাও এখান থেকে

বেলাটা ছিলো তখন দুপুরবেলা
সামনে নদী,
পিছনে ধানের বিশাল বড় ক্ষেত

চারিদিকে মেঘে ডাকা কালো
ছাঁয়া
একটু একটু করে বৃষ্টি পড়তে
শুরু করলো

এখানে  আকাশ মেঘলা
ছাড়া আর কেউ নেই
চারিদিকে বৃষ্টিপাত আস্তে আস্তে
শুরু হতে লাগলো

আকাশ চলে যেতে লাগলো

মেঘলা বললো

মেঘলাঃ~ আমাকে একা রেখে যেও না?

আকাশ কিছুটা মায়ায় আর এগোতে পাড়লো না
শেষে পিছুপা হয়ে মেঘলার
সামনে ধারিয়ে রইলো

চারিদিক কেমন ভয়ানক
কালো হয়ে উঠলো

মেঘলা ভয় পেতে শুরু করলো!

আকাশঃ~ আরে আরে আমি
থাকতে তোমার কিছু হবে না

এরপর হঠাৎ একটা
বড়  বৃষ্টিপাত হলো

মেঘলা ভয়ে আকাশকে

ঝরিয়ে ধরলো

দুজনের মাঝে মিল

দেখে  সব কিছু নিরব
শান্তশিষ্ট  হয়ে গেলো

বৃষ্টি কমেছে

এরপর আকাশ বললো

আকাশঃ~ এই মেঘলা
বৃষ্টি কমেছে!

মেঘলা হঠাৎ 
ঝরিয়ে ধরতে দেখে লজ্জা
পেলো

এরপর মেঘলা

ছুটে চলে গেলো মেঘলার
বাড়িতে

আকাশো নিজের বাড়ির উদ্দেশ্যে
রহণা দিলো

২দিন পর...!

মেঘলা আকাশের খুঁজ করলো

কিন্তু কোথাও আর আকাশকে

খুঁজে পেলো না

মেঘলা আকাশকে না

পেয়ে চলে গেলো সেই জায়গায় যে যেখানে প্রথম তাদের
দেখা হয়েছিলো?

অভোশেষে খুঁজে পেলো
আকাশকে

মেঘলা ঝরিয়ে ধরে কাঁদতে লাগলো

আকাশ বললো 

আকাশঃ~ কি হয়েছে!

মেঘলাঃ~ আমি তো ভেবেছিলাম
তোমাকে আর খুঁজেই পাবো
না!

এরপর মেঘলা আকাশকে
ভালোবাসার কথা বলে

আকাশঃ~ তুমি জানো আমি খুব
গরিব অসহায় তবু কেনো
আমার কপাল পুড়া জীবনে
অংশ নিচ্ছো!

মেঘলাঃ~ কিছুই চাই না চাই শুধু
তোমাকে
তোমাকে না পেলে আমি হয়তো মরেই যাবো!

এরপর আকাশ মেঘলাকে বিয়ে করে ফেলে

পরে আকাশ ছুটো একটা কাজ
শুরু করে
নতুন করে সাজিয়ে তুলে তাদের ছুটো জীবনে ছুটো মায়াবী
সংসার

সবাই ভালো থাকবেন ধন্যবাদ
লেখক মুন্না
Munna Ahmed
please like this pages
www.facebook.com/blogger.munnax
সবাইকে ধন্যবাদ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন