রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

প্রদীপের রাজা পর্ব (২)

প্রদীপের রাজা পর্ব(২)
------দ্বিতীয়--------
একদিন এই গ্রামে
প্রদীপের রাজার পিতা
মারা গেলেন  আর সেই সময়
এক সয়তান এসে
প্রদীপের রাজাকে রাজ্য থেকে বের করে  দেয়,
প্রদীপের রাজা খুব ছোটো
তাই প্রতিবাদ করতে পারেনি!
একেতো সয়তান তার উপড়
অদৃশ্য শক্তির কাছে
প্রদীপের রাজা কখনোই
পেড়ে উঠতে পারবে না

তাই চলে গেলেন অন্য এক গ্রামে
.
.
প্রদীপের রাজা হাঠতে হাঠতে
চলে আসলেন সেই গাছের তোলায় যে জাগা থেকে
প্রদীপের রাজার অদৃশ্য প্রদীপ
মিলে
.
.
বৃদ্ধ লোকের কাছে  প্রদীপের রাজা
এসে বললেন
.
.
রাজাঃ~ অপরাধ মার্জনা করিবেন!
আমি কি? এই গাছ তোলায়
বসিতে পাড়ি
.
.
বৃদ্ধঃ~ কেনো না তুমি নির্ভয়ে
এই জায়গায় বসিয়া পড়ো
তোমাকে কেউই বারণ করিবে না
.
.
রাজাঃ~ বড় উপকার করিলেন!
সারাদিন  হাঠতে হাঠতে
পায়ে বেতা হইয়া গিয়াছিলো
তাই  ধারাইয়া থাকিতে কিছুতেই পাড়িতেছিলাম না
.
.
.
বৃদ্ধঃ~তোমার নাম কি বাচ্ছা?
.

.
রাজাঃ~ জি! আমার পিতা মাতা
আমার নাম রাখিয়াছিলেন প্রদীপ
.
.
বৃদ্ধঃ~ তোমার পোষাক তো
রাজকুমারের মত লাগিতেছে
বাচ্ছা
তুমি কে কোথা থেকে আসিয়াছো
কি তোমার পরিচয়
.
.
রাজাঃ~ পাশের গ্রাম থেকে
চলিয়া আসিয়াছি
.
.
বৃদ্ধঃ~ কেনো বাচ্ছা কেনো তুমি
তোমার বসত স্থান ছেড়ে চলিয়া আসিলে
.
.
.
রাজাঃ~
আমার বাবা সেই গ্রামেরি রাজা
ছিলেন 
উনি মরিয়া গিয়াছেন
আমাদের রাজ্যা এক
সয়তান আসিয়াছে
সে আমাকে রাজ্য ছাড়া করিয়া
গ্রাম ছাড়া করিয়াছে||বাকি অংশ পরের পর্বে দেখুন
.
.
.
ধন্যবাদ সবাইকে?
লেখক মুন্না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন