"অভিমানি"
কারো চেনা ভালোবাসার গল্প
----------------------------
{১ এক প্রিয়া ২ দেওয়ানা }
~~~ibrahim kholil munna~
একটা মেয়েকে ২ জন ভালোবাসতো....
মেয়ে একদিন ২জনকে নিয়ে চলেগেলো একটা উঁচুতম পাহাড়ে
মেয়েঃ~ আজকেই প্রমাণ হয়ে যাবে
কে বেশি করে আমাকে চাও,,,!
প্রথম প্রেমিকঃ~ আমি প্রস্তুত তুমার ভালোবাসার পরিক্ষায়,,,!
দ্বিতীয় প্রেমিক একটু ঘাবরে গিয়ে বললো কি কিশের পরিক্ষা নিবা তুমি!
মেয়েঃ~ এতোদিন তো শুধু মুখে বলেছো এবার না হয় করে দেখাও,,!
প্রথম প্রেমিকঃ~ হে হে আজকেই আমি প্রমাণ করে দিবো আমি কতটা ভালোবাসি,,,!
এবার মেয়েটি বললো,,,!
মেয়েঃ~ হুম এবার ২জন প্রস্তুতি নাও তুমাদের পরিক্ষা এখনি নেওয়া হবে,,,
মেয়েঃ~ কে পাড়বে আমার জন্য এই উঁচু পাহাড় থেকে লাফ দিতে!
এবার প্রথম ছেলেটি একটা চিঠি
হাতে দিয়ে হঠাৎ লাফ দিয়ে দিলো
মেয়ে আর দ্বিতীয় ছেলেটি
চিৎকার করে বললো
এই লাফ দিসসসস না,,,,
কারো কথা না শুনে প্রথম ছেলেটি লাফ দিয়ে চলে গেলো
না ফেরার দেশে এদিকে মেয়ে
চিঠিটা খাম থেকে বের করে
পড়তে লাগলো,,,!
প্রথম ছেলের চিঠি,,,,!
তোরা হয়তো ভাবছিস
আমি এভাবে লাফ দিলাম কেনো
কিন্তু আমি যা করেছি
তোদের ভালোর জন্যই করেছি
আমার বন্ধুকে কাঁদিয়ে আমি নিজেকে সূখি ভাবতে পাড়বো না
সব সময় যে বন্ধু আমার কাঁধ
কাঁধে মিলিয়ে চলতো আমার
সুখেদুঃখে পাশে থাকতো
থাকে কেনো এই ভাবে ঠকাবো
এটা আমার ধাড়া কখনোই সম্ভব ছিলো না আর এই জীবনে শুধু
তুমাকেই ছেয়েছিলাম
তাই তোমার ভালোবাসা নিয়ে
চলে গেলাম সারাজীবনে জন্য
আমার বন্ধুকে কখনো কষ্ট দিও না একটু ভিতু ওকে একটু সামলে রেখো ভালো থেকো সব সময়,,,,,!
please like this pages
www.facebook.com/blogger.munnax
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন