শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

গল্পের নাম দুজন দুজনা

~গল্পের নাম দুজন দুজনার।
-----------------------------------
একদিন একটা ছেলে একটি
মেয়েকে ভালোবাসে
ছেলেটি প্রথম কোনো একজনের
প্রেমে পড়েছে,,,"

ছেলেটি কিছুদিন পর মেয়েটিকে
ভালোবাসার কথা বলার চেষ্টা করে,,,!

একদিন মেয়েটির সাথে দেখা হয়!

ছেলেঃ~ এইযে শুনছেন আপনার সাথে আমার কিছু কথা আছে?

মেয়েঃ~ আপনার সাথে আমার কিশের কথাবার্তা আপনি কে
জানতে পাড়ি?

ছেলেঃ~ তুমি আমাকে চিনবে না
কিন্তু আমি তোমাকে
চিনি?

মেয়েঃ~ ও আচ্ছা তো কি কথা
জানতে পাড়ি?

ছেলেঃ~ না এখন না অন্যকোনো দিন আজ চলি,,,!

মেয়েঃ~ আচ্ছা টিক আছে

মেয়েটি চলেগেলো,,,!

২দিন পড় একি জায়গায় দুজনের দেখা

মেয়েঃ~ আরে আপনি  কেমন আছেন!

ছেলেঃ~ হুম ভালো,
তুমি কেমন আছো!

মেয়েঃ~ হুম আমিও ভালো আছি
আচ্ছা আপনি না কিছু বলতে ছেয়েছিলেন?

ছেলেঃ~ না সময়মত সব কথা
তোমায় বলবো আজ আসি?

এরকমভাবে প্রায় ২ মাস পেড়িয়ে আসে
দুজন খুবি গবির থেকে গবিরে
চলে যায়,,,!

একদিন মেয়েটি পাগল হয়ে
ছেলেটিকে বললো

মেয়েঃ~ তোমার আমার মাঝে
কিশের সম্পর্ক 
এই সম্পর্কের নাম কি বলতে পাড়ো?

ছেলেঃ~ এই সম্পর্ক  কাছে
আসার সম্পর্ক?
এই সম্পর্ক   দুজন দুজনার
হাতে হাত রেখে চলার সম্পর্ক?

মেয়েঃ~ আচ্ছা এই সম্পর্ক  এতো মধুময় কেনো?

ছেলেঃ~
এই জন্য যে এরিমাঝে
দুজন দুজনার প্রতি
মায়া সৃষ্টি হয়
দুজন দুজনাকে খুব ভালোবাসে
ফেলে!

মেয়েঃ~ অহ তাই?

ছেলেঃ~ তুমি না জানতে ছেয়েছিলে আমি কি বলতে ছেয়েছিলাম! তবে শুনো
তোমাকে প্রথম দেখাতে
ভালোবেসে ফেলি!
সব সময় নিজের মাঝে আমি তোমাকে খুঁজে পাই
বেহায়া মন শুধুই তোমাকেই চায়
তাই তোমাকে ভালোবাসার
কথা বলতে ছেয়েছিলাম!

এরপর মেয়েটি কিছু না বলে চলেযায়!.
ছেলেটি খুব লজ্জা পায়...?

পরেরদিন সকালে মেয়েটি
একটা ফুল হাতে ছেলেটির সামনে ধারালো বললো!

মেয়েঃ~ সত্যি এখন আমি ভুজতে পেড়েছি ভালোবাসা মানে কি!
কাল বলে যাই নি কারণ আমি
চিন্তায় পড়ে গিয়েছিলাম!

ছেলেঃ~ আমি সত্যি বলছি
তোমাকে ছাড়া আমি বড় একা
তোমাকে নিয়ে গরতে চাই
এক ছুট্টো পৃথিবী যেখানে তুমি
আর আমি আর কেউ না।
আমি তোমাকে ভালোবাসি

এরপর..?  ওরা বিয়ে করে
সূখে সান্তিতে ঘড় করতে লাগে?

"যে ভালোবাসা সত্যি
আর পবিত্রতার স্থান
সেই ভালোবাসার প্রতি
আমার হাজারো সালাম?
লেখক মুন্না ভালো থাকবেন?

please like this pages
www.facebook.com/blogger.munnax

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন